৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপুকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৭:৪২:৩৩ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হিরন মাহমুদ নিপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাতীয় রিক্সা ও ভ্যান শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি মোঃ আব্দুস ছুবহান এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার রাতে নগরীর উত্তর বালুচর শান্তিবাগে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠান বক্তব্য রাখেন জাতীয় রিক্সা ও ভ্যান শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি মোঃ আব্দুস ছুবহান, ব্যবসায়ী বাদশা আলমগীর, সমাজকর্মী লিপন মিয়া, আনোয়ার হোসেন স্বপন, রাসেল আহমদ, তাহমিদ আহমদ, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, বকুল মিয়া, আলমগীর, নাঈম ইসলাম, রাকিস বাবু, লুকু মিয়া, মজনু মিয়া, আমিন মিয়া, লতিফ মিয়া, মুসলিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নবনির্বাচিত কাউন্সিলর নিপুকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন আব্দুস ছুবহান সহ নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে কাউন্সিলর হিরন মাহমুদ নিপু ৩৬নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাকে আপনারা মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি, আমার পরিবার আপনাদের কাছে চিরঋণী, এই ঋণ শোধ হওয়ার নয়। তিনি বলেন, ওয়ার্ডবাসীর সেবা ও নবগঠিত ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম গতিশীল এবং ওয়ার্ডকে স্মার্ট হিসেবে রূপান্তর করতে মুরব্বিয়ান, সমাজসেবী, যুব সমাজকে সাথে নিয়ে কাজ করব। তিনি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি