দক্ষিণ সুরমায় রেললাইন থেকে তরুণের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৭:৫১:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় রেললাইন থেকে এক তরুণের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মোগলাবাজার জলকরকান্দী গ্রামের পাশে রেললাইনের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ও ই তরুণের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্থানীয় লোকজন রেললাইনের ওপর লাশটি পড়ে থাকতে দেখে সিলেট রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটির উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। নিহত ব্যক্তির বয়স ১৮ থেকে ১৯ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত তরুণের নাম ঠিকানা শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া আশপাশের মানুষরা কেউ কিছু দেখেছে কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।