জীবন দিয়ে হলেও ১ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করে যাবো : কাউন্সিলর তৌফিকুল হাদী
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৮:৩৯:০৫ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, ১ নম্বর ওয়ার্ডবাসী আমাকে যে ভালোবাসা জানান দিয়েছে, আপন করে গ্রহণ করেছেন, সেই ঋণ জীবনে শোধ হওয়ার নয়। কিন্তু তবু সবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও চেষ্টা করে ১নম্বর ওয়ার্ডবাসীর সেবা করে যাবো ইনশাল্লাহ। আমি ১নম্বর ওয়ার্ডবাসীর কাছে চিরকৃতজ্ঞ ও ওয়ার্ডবাসীকে অভিনন্দন জানান।
তিনি গত শুক্রবার রাতে নগরীর দরগাগেইটস্থ কাউন্সিলরের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন মেডিকেল স্টাফ কোয়ার্টারের এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, শহীদ শামসুদ্দিন মেডিকেল ষ্টাফ কোয়াটার জামাল হোসেন, আফজল হোসেন, হাসান আহমদ বাবলু, আব্দুর রহমান জনি, মঈনুল ইসলাম মুন্না, সুমন আহমদ, জাহিদুল ইসলাম, ইমন আহমদ, রাজিব আহমদ, শহিদুর রহমান শিপন, শওকত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি