সমৃদ্ধ দেশ গড়তে জনসংখ্যা নীতিকে সময়োপযোগী করতে হবে : সিলেটে কর্মশালায় বক্তারা
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৯:১৮:৫৩ অপরাহ্ন
বাংলাদেশের জনসংখ্যাকে পরিকল্পিতভাবে উন্নয়নের মাধ্যমে সুস্থ, সুখী তথা সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে বর্তমান জনসংখ্যা নীতিকে সময়োপযোগী করতে হবে। এ লক্ষ্য অর্জনে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার রোধ করা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা জরুরি। তাছাড়া জনসংখ্যাকে প্রকৃত অর্থে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সমূহের পাশাপাশি নাগরিক সমাজকেও সম্পৃক্ত করতে হবে। গতকাল শনিবার সিলেটে আয়োজিত একটি বিভাগীয় কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
পরিবার পরিকল্পনা ইউনিট আয়োজিত ‘বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০১২ যুগোপযোগী ও হালনাগাদ করণ’ শীর্ষক কর্মশালার সহযোগিতায় ছিল পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল। এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট এর পরিচালক (যুগ্ম সচিব) মো. কুতুব উদ্দিন।
পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ও লাইন ডিরেক্টর মো. মতিউর রহমানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার কনক রেজা। অন্যদের মধ্যে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাবি’র পপুলেশন সাইন্সের অধ্যাপক মো. বিল্লাল হোসেন, পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল এর স্পেশালিস্ট মো. লিয়াকত আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট এর উপপরিচালক বিপ্লব বড়–য়া প্রমুখ।
বক্তারা বলেন, অভিষ্ঠ লক্ষ্য অর্জনের লক্ষ্যে আঞ্চলিক বৈশিষ্ট বিবেচনায় সিলেট বিভাগের হাওর এলাকা, পাহাড়ি অঞ্চল ও সমতল এলাকার জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার নিরিখে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হবে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এ অঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় প্রান্তিক এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরিকল্পিত পরিবার গঠনে সরকারি কর্মতৎপরতার পাশাপাশি বেসরকারি সংস্থার কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন। তারা চারটি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় আলোচনা শেষে সুনির্দিষ্ট সুপারিশমালা উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি