২৪ ঘন্টায় সিলেটে ১১ ডেঙ্গুরোগী
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ১২:৩০:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দেশে ২৪ ঘন্টায় বছরের সর্বোচ্চ ৫০০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২ জন। গেল ২৪ ঘন্টায় সিলেটে ১১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে চলতি মওসুমে সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৪৮ ডেঙ্গুরোগী।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জানুয়ারী থেকে মে পর্যন্ত সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হন। এছাড়া শুধু জুন মাসে শনাক্ত হয়েছেন ৪৪ জন। আর এসব রোগী শনাক্ত হয়েছেন ১৭ জুন শনিবার থেকে ২৪ জুন শনিবার পর্যন্ত অর্থাৎ এক সপ্তাহে। সিলেটে শনাক্ত হওয়া ৯০ শতাংশ রোগীদের কারো ট্রাভেল হিস্ট্রি না থাকায় এই অঞ্চলে বাড়ছে ডেঙ্গু ভীতি।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, গেল সপ্তাহে ১৮ জুন ২ জন, ১৯ জুন ১৬ জন, ২০ জুন ৩ জন, ২১ জুন ২ জন, ২২ জুন ৬ জন, ২৩ জুন ১ জন ও সর্বশেষ ২৪ জুন ১১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হন। অধিকাংশ ডেঙ্গুরোগী গোয়াইনঘাট উপজেলার বলে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে।
এদিকে শনিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানা গেছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। একই সময়ে আরও ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এছাড়া চলতি মওসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৪২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৫০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৩৪৪ জন ঢাকার বাইরের। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৩৯ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৭ জন।