ঈদে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে শাবি
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৯:৫৪:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। শনিবার (২৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান।
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে রোববার (২৫ জুন) থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক বন্ধ থাকায় ৯ জুলাই থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।