ছাতকে কমছে নদীর পানি
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৬:০৬:০৬ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা : ছাতকে টানা ১০ দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ছাতকের সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর অবশেষে কমতে শুরু করেছে। বন্যার আতঙ্ক কেটে আপাতত স্বস্তি ফিরেছে জনমনে। তবে উজানের পানি নামা অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের পানি কমছে না এখনো।
পানি উন্নয়ন বোর্ডের গতকালের তথ্য অনুযায়ী গত ৪৮ ঘন্টায় সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমেছে । গত ২৪ ঘন্টায় উপজেলায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে ছাতকের সুরমা নদীসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত করেছে। গত ২ দিন বৃষ্টি কম হওয়ায় নদীর পানি কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস না থাকায় বন্যার আশঙ্কা নেই। তবে যদি ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে ছাতকে নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী বলেন, ছাতকে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও এখন পর্যন্ত কোনো ঘরবাড়িতে পানি ঢোকেনি। ছাতকের ইসলামপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় সেখানের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ছাতক উপজেলা প্রসাশন বন্যা মোকাবিলায় প্রস্তুতি নিয়ে রেখেছিল। বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।