রাইজ ও ইউরোকিডসের বার্ষিক সমাবর্তন
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৮:২৯:৫২ অপরাহ্ন
রাইজ ও ইউরোকিডসের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়।
সকাল ১০ টায় কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত ও রাইজ সংগীত পরিবেশন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ইউরোকিডসের কেন্দ্র প্রধান রুশিনা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, জজ ও জুডিশিয়াল ট্রেইনার আল আসাদ মো. মাহমুদুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরোজ তাসনিম, বোর্ড অব ডিরেক্টর ফয়সল আহমদ চৌধুরী, বোর্ড অব ডিরেক্টর মিজানুর রহমান চৌধুরী, বোর্ড অব ডিরেক্টর গোলাম রাব্বানী চৌধুরী, বোর্ড অব ডিরেক্টর ফাহিম আহমদ চৌধুরী।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল ইউরোকিডসের পরিবেশনা, ইউরোসিনিয়র সমাবর্তন, রাইজ প্রাইমারি পরিবেশনা, গ্রেড ফাইভ সমাবর্তন, রাইজ মাধ্যমিক সমাবর্তন, রাইজ মাধ্যমিক পরিবেশনা, রাইজ সমাবর্তন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান ও নাটিকা পরিবেশন করেন। পরে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া বার্ষিক সেরা শিক্ষক-শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন রাইজের অধ্যক্ষ রহমান। বিজ্ঞপ্তি