নিষিদ্ধ সময়ে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো বাইক চালকের প্রাণ
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৯:৪৪:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো এক মোটরসাইকেল চালকের প্রাণ। রোববার বিকাল ৪ টার দিকে নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) সাদেক কাউসার দস্তগীর।
নিহতের নাম সফিক আহমদ (৬২)। তিনি সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকার ৭৩ নং বাসার মৃত হাসিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেছে, কুমারপাড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক (যশোর-ট-১১-৪৯৯১) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (সিলেট মেট্রো-হ-১১-১৪১৯) চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পথচারীরা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
নগরীতে রাত ১০টার পর ট্রাক চলাচলের নির্দেশনা থাকলেও প্রতিদিন দিনের বেলা ট্রাক চলাচল করতে দেখা গেছে। গতকালও এর ব্যতিক্রম হয়নি। বিকেল সোয়া ৪ টায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ গেলো এক ব্যক্তির। সিলেট নগরের মধ্যে ট্রাক চাপায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন সময় নগরের ভেতর দিয়ে ট্রাক চলাচল বন্ধেরও দাবি উঠলেও বন্ধ হয়নি ট্রাক চলাচল। এতে ক্ষোভপ্রকাশ করেছেন নগরের বাসিন্দারা। অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করেই দিনের বেলা ও রাতে নির্ধারিত সময়ের আগেই নগরীতে ট্রাক চলছে।