কানাইঘাটে রেডক্রিসেন্টের সবজি বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৭:১৮:৩৯ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাট পৌরসভা ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মধ্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্টের উদ্যোগে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পর্ষদের সদস্য মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ যুব রেডক্রিসেন্ট ইউনিট সিলেটের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন জাতের উন্নত সবজি বীজ উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়।