কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে লুটপাটের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৯:০৬:১৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামে আনিসুর রহমান নামে এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটছে। এতে প্রবাসীর স্ত্রী ও বোনসহ ৪ জন আহত হন। এ ঘটনায় প্রবাসী আনিসুর রহমান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ কারা হয় শনিবার রাত সাড়ে ৯টায় আনিসুর রহমান পরিবারের লোকজনদের নিয়ে পাইপ ফিটিংস এর মিস্ত্রির মজুরির টাকা দেয়ার সময় তার সৎভাই, ফুফাতো ও চাচতো ভাইয়েরা ঘরে হামলা করে। হামলায় প্রবাসী আনিসুর রহমান, তার স্ত্রী শামীমা পারভিন, বোন রাবেয়া বেগম ও আব্দুল হককে আহত করে ঘরে লুটপাট চালায়। এ সময় তারা নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোনসহ ৭ লক্ষ ৭৪ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, ২০ জুন ওমান থেকে দেশে আসেন আনিসুর রহমান। এর আগে থেকে তার সৎভাইদের সাথে বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে আদালতে একটি মামলা চলছিল। মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার সৎভাই, চাচাতো ও ফুফাতো ভাইদের নিয়ে তার ঘরে হামলা করে। হামলায় আহত আব্দুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, এ বিষয়ে প্রবাসীর দায়ের করা মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।