সাংবাদিক লাঞ্ছিত’র ঘটনায় ওসি’র অপসারণ দাবি সিলেট প্রেসক্লাবের
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৯:২৩:২৫ অপরাহ্ন
নগরীর নাইওরপুল এলাকায় গত রোববার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক বিবৃতিতে এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে হামলাকারী এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের অপসারণ ও শাস্তি দাবি করেন। একই সাথে নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি