এসএমপি’র ৬ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৯:২৮:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৪ কর্তকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন অবসরে এবং প্রশিক্ষণের জন্য এক কর্মকর্তা বিদেশে যাচ্ছেন। এ উপলক্ষে সোমবার এসএমপি’র পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মহানগরের একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম)।
এসএমপি থেকে বদলি হওয়া ৬ কর্মকর্তা হলেন- অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস, অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব (জাপানে যাচ্ছেন), কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী (ঢাকা আর.আর.এফ), দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খান (রিটায়ার্ডে), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আতাহারুল ইসলাম তালুকদার (জামালপুরে জেলা সার্কেল), এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক ক্লান্তি শর্মা (কানাইঘাট সার্কেল)।
এর মধ্যে সুদীপ দাসকে সিলেটের গোলাপগঞ্জ সার্কেলে (এসএসপি), মো. সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী (পিপিএম-বার)-কে ঢাকা আরআরএফ-এ, আতাহারুল ইসলাম তালুকদার জামালপুর সার্কেলে (এসএসপি) ও অলক ক্লান্তি শর্মাকে সিলেটের কানাইঘাটে সার্কেলে (এসএসপি) হিসেবে বদলি করা হয়েছে। আর গৌতম দেব পুলিশের উচ্চতর প্রশিক্ষণের জন্য জাপান এবং মাইন উদ্দিন খান অবসরে যাচ্ছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনারের সহধর্মিনী নাসরিন লায়লা। উপস্থিত ছিলেন এসএমপি’র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান (পিপিএম), অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ. মাসুদ রানা, উপকমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং-এর সভাপতি ডা. নাছিম আহমেদ চৌধুরী প্রমুখ।