মাধবপুরে মুয়াজ্জিন হত্যা মামলার গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৯:৩১:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আলোচিত মুয়াজ্জিন মো. ইরফান আলী হত্যা মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দুপুরে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলো মাধবপুর উপজেলার রসুলপুর (পদ্মবিল, শাহজাহানপুর ইউপি) এলাকার বাসিন্দা মো. ফরাস উদ্দিনের ছেলে মো. কুতুব উদ্দিন (৪০) এবং একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে মো. রোকন উদ্দিন (৫০)।
এর আগে গত ২২ এপ্রিল সকালে গান-বাজনা করতে বাঁধা দেওয়ায় খুন হন মুয়াজ্জিন মো. ইরফান আলী। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।