জগন্নাথপুরে দুই কিশোর-কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৩, ৭:৩১:৩৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৃথক স্থানে দুই কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে। তারা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের গিয়াস উদ্দিনের কন্যা অজুফা বেগম (১৬) ও মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামের ফেরদৌস আহমদের ছেলে ছাব্বির আহমদ (১৫)। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে।
মঙ্গলবার দুপুরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে অজুফা বেগম আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানান। এছাড়া সকাল প্রায় ১০ টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় কাপড় পেঁচিয়ে ছাব্বির আহমদ আত্মহত্যা করেন বলে স্থানীয় ইউপি সদস্য মাওলানা হাফিজুর রহমান খালেদ নিশ্চিত করেছেন। তবে ঈদকে সামনে রেখে কি কারণে পৃথক স্থানে একই দিনে দুই কিশোর-কিশোরী আত্মহত্যা করলেন তা কেউ নিশ্চিত ভাবে বলতে পারেননি। খবর পেয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন জানান।