সিলেটে উৎসবের আবহে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৩, ৩:১৩:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ধর্মীয় ভাবগাম্বীর্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সিলেটে প্রধান ঈদের জামাত আজ সকাল ৮টায় নগরীর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়। সকালে আবহাওয়া অনুকূলে থাকায় নামাজ আদায়ে সমস্যা হয়নি। তবে নগরের মসজিদে মসজিদেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
এই জামাতে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
শাহী ঈদগাহ ছাড়াও একই সময়ে হযরত শাহজালাল (রহ.), শাহপরানের (রহ.) দরগাহ মসজিদ ও কুদরত উল্লাহ জানে মসজিদেও একাধিক জামায়াত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় দুই হাজার ৬০০ ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে পবিত্র ঈদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।