তালতলায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৩, ১০:৫১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর তালতলা থেকে ঈদের দিন রাতে আরিফুল ইসলাম বাবু (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুরমা টাওয়ার থেকে সিলিং ফ্যানের সঙ্গে দড়ির মাধ্যমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এই লাশ উদ্ধার করে তারা। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তিনি ২০১১ সাল থেকে সিলেট এসওএস শিশু পল্লী সেন্টারে প্রতিপালন হয়। সুরমা টাওয়ারের ১২ তলায় একটি রুমে কয়েকজনের মিলে তারা বসবাস করতেন।
তার রুমমেটরা জানান, ঈদের দিন বিকালে আরিফুল ছাড়া তারা বাকি সবাই ঘুরতে বের হন। রাত ১০ টার দিকে তারা ফিরে রুমের দরজা ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় পান। এসময় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা মার্কেটের সিকিউিরিটির সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আরিফুলকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা খবর দিলে কোতোয়ালি থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী লাশের খবরটি নিশ্চিত করেছেন।