এমন বৃষ্টি আরও এক সপ্তাহ
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৩, ১০:৩৯:৪০ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে এমন ভারী বৃষ্টি টানা আরও এক সপ্তাহ চলতে পারে। মাঝেমধ্যে বিরতি দিলেও প্রতিদিনই কোথাও না কোথাও অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি হতে পারে।
সিলেটে গত ২৪ ঘন্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি বাড়তে থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। টানা বৃষ্টি চললে উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে বন্যার পানি চলে আসতে পারে। তবে এ থেকে বড় বন্যার কোনো আশঙ্কা দেখছেন না বন্যা পূর্বাভাস কেন্দ্রের প্রকৌশলীরা।
স্বস্তি এনে দেওয়া এই বৃষ্টি আরেকটি উপকার করে দিয়ে গেছে। তা হচ্ছে কোরবানির পশুর বর্জ্য একেবারে ধুয়েমুছে সাফ করে দিয়ে গেছে। ঈদের দিন কোরবানির পশুর রক্ত আর বৃষ্টির পানি মিলেমিশে এক অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে নগরের বেশির ভাগ এলাকার অলিগলিতে দীর্ঘ সময় ধরে ওই বর্জ্য ও রক্তযুক্ত পানি জমে থাকে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, দেশের বেশির ভাগ এলাকায় মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। যে কারণে বৃষ্টি বেড়ে গেছে। আগামী এক সপ্তাহ তা একই রকম থাকতে পারে। ফলে বৃষ্টি আগামী এক সপ্তাহ একইভাবে ঝরতে পারে।
এদিকে বৃষ্টি ও মেঘ বেড়ে যাওয়ায় সিলেটসহ দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কিছুটা কমেছে। গরমের অনুভূতি কমে গিয়ে কিছুটা স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছে। জুলাই মাসের বেশির ভাগ সময়জুড়ে এ ধরনের আবহাওয়া থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।