ছাতকে সুরমার বিপদসীমা অতিক্রম
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৩, ৫:৫৩:৫৯ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে সুরমা, চেলা, পিয়াইন নদীসহ সবগুলো নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী (পাউবো) মোঃ মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জের ছাতক পয়েন্টে ১৩৩ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ০.৫১ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। ২ জুলাই ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দু-একদিনের মধ্যে বড় ধরণের বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দোয়ারাবাজার, কোম্পানীগঞ্জ উপজেলাসহ ছাতক উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ছাতকের সুরমাসহ সীমান্ত এলাকার সকল নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলার ইসলামপুর, উত্তর খুরমা, চরমহল্লা, নোয়ারাই, কালারুকা ও জাউয়াবাজার ইউনিয়নের বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
এদিকে, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে সর্বসাধারণের অবগতির জন্য বলা হয়েছে, সুরমা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার বন্যা আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। কোনো এলাকা প্লাবিত হলে নিকটস্থ বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুন্দর আলী জানিয়েছেন, বটেরখাল নদীর পানি বৃদ্ধি পেয়ে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ছৈলা আফজলাবাদ, ভাতগাঁও, দোলারবাজার, সিংচাপইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল ও নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা জানান, সুরমাসহ নদ-নদীতে পানি বৃদ্ধির কারণে এখানে প্রবল আকারে বন্যা দেখা দিতে পারে। উপজেলার মধ্যে নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়ন হচ্ছে শাক-সবজি চাষের অঞ্চল। এ বন্যায় সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলের চাপ এ ২ ইউনিয়নে বেশী বলে তারা জানান।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরে জামান চৌধুরী জানান, সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পানি আরো বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমুলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় মানুষদের সতর্কতা অবলম্বন করতে পরামর্শও দিয়ে যাচ্ছেন তিনি।