গোয়াইনঘাটে প্রবাসীকল্যাণ মন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৩, ৭:৫৪:০৯ অপরাহ্ন
গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ-উল আযহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শনিবার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আসলম মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
অনুষ্ঠানে নবগঠিত বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, পূর্ব আলীরগাও ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক অলি উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজয়ান রাজিব, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য ইনছাদ হোসেন রাজিব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, ইউপি সদস্য মুজিবুর রহমান, উপজেলা তাঁতী লীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, সাধারণ সম্পাদক শাহিন আহমদ সাবুল প্রমুখ। বিজ্ঞপ্তি