আগামী তিনদিন বৃষ্টি বাড়ার পূর্বাভাস
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৮:০৮:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: কয়েকদিনের বৃষ্টি শেষে ফের চড়াও হয়েছে সূর্য, বেড়েছে তাপমাত্রা। সকাল থেকেই সূর্যের ঝলকানি দেখা গেছে, অনুভূত হয়েছে ভ্যাপসা গরম। তবে আগামী তিনদিনে আবারও বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার সকালে সিলেটে হালকা বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকেই আকাশে ছিল রোদের আধিপত্য। পাল্লা দিয়ে বেড়েছে গরম। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৮৬ দশমিক ১ মিলিমিটার।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।