আইনজীবী সুজয় মজুমদারের পরলোকগমন
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৮:১৭:২৭ অপরাহ্ন
সিলেট নগরীর চৌহাট্টাস্থ সিংহবাড়ির আইনজীবী সুজয় সিংহ মজুমদার সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে স্থানীয় একটি ক্লিনিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ৭ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন ৪র্থ। ব্যক্তিগত জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পল্লবী সিংহ মজুমদারসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের মুদ্রণ ব্যবসায়ী জ্যোর্তিময় সিংহ মজুমদার চন্দনের বড় ভাই।
বিকেল সাড়ে ৫টায় সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে বিশেষ প্রার্থনা শেষে রাত সাড়ে ৭টায় নগরীর চালিবন্দরস্থ মহাশ্মশানে এডভোকেট সুজয় সিংহ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় সিলেটের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
প্রয়াত এডভোকেট সুজয় সিংহ মজুমদারের পরিবার সিংহবাড়ির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় দল মত নির্বিশেষে সকলের প্রতি প্রার্থনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি