দিরাইয়ে চেয়ারম্যান আত্মহত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৯:০৭:৪৮ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: দাদন ব্যবসায়ীদের মামলায় পরোয়ানাভুক্ত চেয়ারম্যান সৌম্য চৌধুরী বিষপানে আত্মহত্যা ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান ওরফে হবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে হবু ও তার ছেলে শুভকে দিরাইয়ের বাসা থেকে গ্রেফতার করে দিরাই থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বাপ ছেলেকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন।
দিরাই থানা সূত্রে জানা যায়, গত ৪ জুন চেয়ারম্যান সৌম্য চৌধুরী সুদখোর হবু ও জসীমদের নাম উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন। ১৭ জুন রাতে সৌম্য চৌধুরীর স্ত্রী ইলা চৌধুরী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সুনামগঞ্জের দিরাই থানায় এ মামলাটি করেন। সৌম্য চৌধুরী দিরাই উপজেলার রাজানগর ইউপির সাবেক চেয়ারম্যান। দাদন ব্যবসায়ী দিরাই পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের মৃত আকবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান হবু এ মামলার প্রধান আসামি।
এদিকে, সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে একজন সাবেক চেয়ারম্যানের আত্মহত্যার ঘটনায় ফুঁসে উঠেছে সচেতন মহল। সুদখোর ও দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন দিরাইয়ে মানববন্ধন করেছে। তাছাড়া ফেসবুকে সুদখোরদের নিয়ে লেখালেখির জেরে গত সোমবার দিরাই বাজারের সেন মার্কেটের একজন ব্যবসায়ীকে হবু ও তার ছেলে শুভ একটি দোকানে আটকে রেখে নির্যাতন করে। এ খবরে বাজারের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। এক পর্যায়ে দিরাই থানার এস আই আব্দুস সত্তার ও রাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দিরাই কাঠ বাজারের বাসা থেকে বাপ ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন হবু ও তার ছেলে শুভকে আদালতে প্রেরণ করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি মোক্তাদির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।