ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৯:৪৪:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগার প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার মাদক বিক্রেতার নাম হৃদয় আহমদ (২৩)। সে হবিগঞ্জ জেলার আজমরিগঞ্জ উপজেলার ইমন আলীর ছেলে। ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ঘাসিটুলা এলাকায় অভিযান চালিয়ে হৃদয় আহমদকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় ডিবি পুলিশকে জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো খুচরা বিক্রির জন্য নগরীর কাষ্টঘর থেকে পাইকারী দরে কিনে ইয়াবাগুলো আশপাশের মাদকসেবীদের কাছে খুচরা দামে বিক্রি করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।