আটক রোহিঙ্গা যুবককে পাঠানো হলো কক্সবাজার
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৯:৪৬:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন থেকে আটক রোহিঙ্গা যুবককে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ এসকর্টের মাধ্যমে তাকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়।
আটককৃত যুবকের নাম মো. রুবেল আহমেদ (২৫)। সে কক্সবাজারের কুতুব পালন এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর রহমানের ছেলে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, রুবেল মিয়া ভারতে যাওয়ার উদ্দেশ্য কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। কিন্ত সাতগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় আসার পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে রুবেল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ পাহারায় তাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়।