মাধবপুরে ৫ দোকান পুড়ে ছাঁই
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৯:৪৯:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অগ্নিকান্ডে পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মনতলা বাজারের কলেজ রোডে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকা-ের পুড়ে গেছে প্রতিষ্ঠানগুলো হলো- ফ্রেন্ডস মিডিয়া, স্মার্ট সেলুন, সপ্না টেলিকম, মিম মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার, উজ্জ্বল স্টুডিও ও খেলু বেডিং স্টোর। বিষয়টি নিশ্চিত করে মাধবপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মন্তোষ কুমার মল্লিক জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হতে পারে।