চীনে মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৩, ৭:৪০:৫২ অপরাহ্ন
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা, আটক, জাতিগত নিধন ও অত্যাচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার উইঘুর মুসলিমদের গণহত্যা দিবস উপলে মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট এর ব্যানারে নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জামেয়া দারুরু রাশাদ সিলেট এর প্রিন্সিপাল মাওলানা কায়ছান মাহমুদ আকবরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী। মাওলানা শাহিদ হাতিমীর পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মাওলানা ফয়জুল হক জালালাবাদী। এ ছাড়া মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
ব বিজ্ঞপ্তি