ছাতকে কিশোরীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৩, ৭:৫৪:৫৪ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে মাহমুদা (১৫) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ছাতক পৌরসভার বাঁশখলা গ্রামে নিজ বাসায় গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃত পাওয়া যায়। সে ছাতক সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের কন্যা। কিশোরী মাহমুদা পরিবার-পরিজন নিয়ে নানা বাড়ি বাঁশখলা বসবাস করত।
নিহতের মাতা সালমা বেগম (ছালাই) জানান, ‘আমি বিকাল ৪ টার দিকে বাড়িতে তাকে রেখে পাশের বাড়িতে যাই। সেখান থেকে সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি বাড়ির সামনের দরজা ভিতর থেকে লাগানো। আমি অনেক ডাকাডাকি করেও ভিতর থেকে কেউ দরজা খুলছিলো না। নিরুপায় হয়ে দরজা ভেঙ্গে আমি ভিতরে ঢুকে দেখি আমার মেয়ে তার ব্যবহৃত ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আছে। এরপর আমার চিৎকারে আশেপাশের মানুষজন এসে তাকে উদ্ধার করে।’ পরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত কিশোরী মাহমুদাকে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহত কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট না আসা পর্যন্ত প্রকৃত রহস্য জানা যাবে না।