জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৩, ৯:১৫:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বটরতল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়নুল হক (৩০) উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামের বাসিন্দা। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, কালিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি পিকআপ বটরতল বাজারে আসা মাত্র পেছন থেকে একটি যাত্রীবাস ধাক্কা দেয়। এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ময়নুল হককে ধাক্কা দেয়।গুরত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।