পরিবেশ রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণ করতে হবে : যুগ্ম সচিব
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৫:৫৫:৫৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিরাজুল ইসলাম উকিল বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দিয়ে জীবন রক্ষা করতে সহযোগিতা করে। পরিবেশ রক্ষায় আমাদেরকে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে। আমাদের আশপাশের এমন কোন স্থানে গাছ রোপণ করা যাবেনা যাতে কিছুদিন পরে কেটে ফেলা লাগে। তাই পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে যথাস্থানে গাছ লাগাতে হবে। প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রবাসীদের সাথে ভাল ব্যবহার করতে হবে। দ্বিতীয় প্রজন্মের প্রবাসীদের দেশের সাথে সম্পৃক্ত রাখতে তাদের সাথে ভাল আচরণের বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলায় যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান নেইড ইউকে এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নেইড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ মুহিব হাসান এর সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ্যানেল এস ইউকে এর চেয়ারম্যান ও নেইড এর উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, নেইড এর পরিচালক ও যুক্তরাজ্যের কার্ডিফ সিটির কাউন্সিলর দিলোয়ার আলী, এসওএস শিশু পল্লীর পরিচালক ইউসুফ আলী, যুক্তরাজ্যের ওয়েল্স পার্লামেন্ট এর এডভাইজর মাহমুদা আলী ও নেইড এর বাংলাদেশ চ্যাপ্টারের কো-অর্ডিনেটর মোহাম্মদ আরশ আলী।
অনুষ্ঠানে উপজেলার ১শ ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ হাজার ৩শ ৮৬ জন শিক্ষার্থীর মাঝে দ্বিতীয় ধাপে ১২ হাজার গাছের চারা প্রদান করা হয়। নেইড এর অর্থায়নে ওসমানীনগর উপজেলায় এই প্রজেক্টে মোট ৩৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।