ছাতকে কমছে পানি
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৬:৪২:৪৯ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে টানা এক সপ্তাহের বেশি সময় ভারী বৃষ্টির পর অবশেষে রোদের দেখা মিলেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাতকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে।
এদিকে, সারাদিন রোদ থাকায় ছাতকের সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছাতকে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে খানিক সময়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার জানান, সুরমা নদীর ছাতক পয়েন্টে বুধবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ছিল ৯ দশমিক ১৭ সেন্টিমিটার। বৃহস্পতিবার সকাল ৯টায় পানি ৮ দশমিক ৯৫ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এই পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানির বিপদসীমা ৮ দশমিক ১১ সেন্টিমিটার। তবে সুনামগঞ্জ জেলার মধ্যে ছাতকের সুরমা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।