দক্ষিণ সুরমায় বিবি ট্রাস্টের ঢেউটিন ও রিকশা বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৬:৪৮:৪৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমায় বিবি ট্রাস্ট ও ব্যারিস্টার এম এ সালামের পক্ষ থেকে অসহায় দরিদ্র একশটি পরিবারের মধ্যে ঢেউটিন ও ছয়জন ব্যক্তিকে একটি করে রিকশা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রায়বান গ্রামে এ সকল সহায়তা প্রদান করেন ট্রাস্টের চেয়ারম্যান বেগম রওশন আরা বিবি। এসময় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম ও ট্রাস্টের পরিচালক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ মাহমুদ আলী, বিএনপি নেতা আজাদ মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ নামর, বিএনপি নেতা মুহাইমিনুল ইসলাম সোহেল, মোগলাবাজার যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন আহমেদ, ছাত্রদল নেতা আবিদ আহমদ, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির আলী খান, ছাত্রদল নেতা নিমার আহমদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি