কাল নিজ জেলা সুনামগঞ্জে আসছেন আইজিপি
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৯:২০:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সুনামগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পথে নিজ জেলা সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনসে আসবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ।
সফরকালে আইজিপি সুনামগঞ্জে হাওর ও প্রান্তিক এলাকার ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন। পাশাপাশি গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলায় দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।