কেমুসাসের ঈদ আড্ডা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৬:২৩:৫৬ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ঈদ-আড্ডা আজ বৃহস্পতিবার বাদ মাগরিব সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। ঈদ আড্ডা ও সংসদের ১১৫৭ তম সাহিত্য আসরে সংসদের সহসভাপতি অধ্যক্ষ কালাম আজাদ বলেন, মুসলমানদের সংস্কৃতি নির্মল আনন্দ-উল্লাসশূণ্য নয়। ঈদ যেমন আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসে, তেমনি প্রেমের বন্ধনে মানুষকে আবদ্ধ করতে অনুপ্রাণিত করে। আজকের এই আড্ডায় এসে আমার আনন্দ পরিপূর্ণতা পেলো।কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের সদস্য গল্পকার সেলিম আউয়ালের পরিচালনায় আসরে স্বাগত বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনু।
আড্ডায় অংশগ্রহণ করেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি সালেহ খসরু, কেমুসাসের সহসাধারণ সম্পাদক আব্দুস সাদেক লিপন, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, যুক্তরাজ্যের সাপ্তাহিক বাংলামেইল পত্রিকার সম্পাদক ছড়াকার নাসির আহমদ, কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদ, সহ পাঠাগার সম্পাদক ইছমত হানিফা, কবি আনোয়ার হোসেন মিসবাহ, কবি এডভোকেট আব্দুল মুকিত অপি, শামসীর হারুনুর রশীদ, সিরাজুল হক, আমিনা শহীদ চৌধুরী মান্না, ছয়ফুল আলম পারুল, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শামশাদ, কামাল আহমদ, পারভেজ হুসেন তালুকদার, কবির আশরাফ, মকসুদ আহমদ লাল। আড্ডার মুল আকর্ষণ সংগীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী মাসুম বিল্লাহ, সৈয়দ জাবির আহমদ, কোবাদ বখত রুবেল, বাহা উদ্দিন বাহার, বিমান বিহারি বিশ্বাস। আড্ডা শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন জুবায়ের আহমদ সার্জন। বিজ্ঞপ্তি