সিলেট বিজিবির অভিযানে ভারতীয় চিনি ও শাড়ী জব্দ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৮:৪৪:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বিজিবি অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকার ভারতীয় চিনি ও কাতান শাড়ী জব্দ করেছে। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে ১৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা তাদের আটক করতে অভিযান চালায়। তখন চোরাকাবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় ৩২ হাজার কেজি চিনি ও ভারতীয় কাতান শাড়ী ২৮০ পিস জব্দ করে। যার মূল্য ৫৬ লাখ টাকা। বিজিবির জব্দকৃত শাড়ী এবং চিনি স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।