পৌনে ৪ কোটি তরুণের অধিকার প্রতিষ্ঠা করতেই তারুণ্যের সমাবেশ -সাংবাদিক সম্মেলনে টুকু
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৩:৪১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশ আজ হায়েনাদের কবলে। তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠায় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে। দেশের ৩ কোটি ৭০ লক্ষ তরুণ ভোটার গত ১৫ বছর ধরে ভোট দিতে পারছেনা। সরকারী চাকুরীর ক্ষেত্রে আওয়ামীলীগের দলীয় পরিচিতিকে যোগ্যতার মাপকাটি হিসেবে বিবেচনা করায় যোগ্যতাসম্পন্ন মেধাবী কোটি তরুণ আজ চাকুরী বঞ্চিত। সরকারী গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে শুধু সরকারী দলের নেতাকর্মীদের চাকুরী দেয়া হচ্ছে। তরুণ প্রজন্মের অধিকার নিয়ে প্রতিবাদ করতে গেলে আমাদের খুন, গুম, গ্রেফতার নির্যাতন করা হয়। সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ শত শত নেতাকর্মীদের গুম করা হয়েছে।
তিনি বলেন, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি এবং বিদ্যুৎ পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করছে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দেশের ৪ কোটি ৭০ লক্ষ তরুণকে তাদের ভোটাধিকার, চাকুরীর অধিকার ফিরিয়ে দিতে চাই। এই মহৎ লক্ষেই আমাদের তারুণ্যের সমাবেশ। সিলেটের তরুণ সমাজ আমাদের সমাবেশকে সাদরে গ্রহণ করেছে। সাংবাদিক বন্ধুগণ সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় রবিবার সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে আমরা শান্তিপূর্ণ তারুণ্যের সমাবেশ সফল করতে চাই।
তিনি শনিবার সকালে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে রবিবারের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপরোক্ত কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, দেশের অধিকার বঞ্চিত পৌনে ৪ কোটি তরুণের অধিকার প্রতিষ্ঠায় রবিবারের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ তরুণ সমূদ্রে পরিনত হবে। ইতোমধ্যে দেশের ৩টি বিভাগীয় তারুণ্যের সমাবেশে লাখো লাখো তরুণ অংশ নিয়েছে। সমাবেশে তারা তাদের লাঞ্চনা-বঞ্চনার কথা তুলে ধরেছে। সরকার পাল্টা কর্মসূচী দিয়েছিল। কিন্তু আমাদের উপস্থিতির কাছে তাদের কর্মসূচী পাত্তাই পায়নি। সিলেটের তরুণ প্রজন্মের মাঝে সমাবেশ ঘিরে উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। পাল্টা কর্মসূচী দিয়ে আমাদের কর্মসূচীকে বানচাল করা যাবেনা। আমাদের প্রত্যাশা সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাবেক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
সাংবাদিক সম্মেলনে সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।