সুইডেনে কোরআন পুড়ানোর প্রতিবাদে ছাতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৬:৪৬:৪৫ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুইডেনে রাষ্ট্রীয় উগ্রবাদী কর্তৃক মহাগ্রন্থ আল-কোরআন পুড়িয়ে বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করায় সুনামগঞ্জের ছাতক উপজেলার সর্বস্তরের মুসলিম উম্মাহ‘র ব্যানারে গত শুক্রবার জুম্মা নামাজ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সাবেক নাট্যবিষয়ক সম্পাদক ডা. আফসার উদ্দিন। এ সময় সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, মাওলানা আবুল লেইছ ফারুকী, মাওলানা আইনুল ইসলাম, আব্দুল মোমিন, শাহরিয়ার তারেক, মাসুম আহমদ, সায়েদ সাইদ, জুবায়েদ আহমদ, ফাবিল আহমদ পাবেল,শরিফ আহমদ, রুমান ইমদাদ কানন,সেবুল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহাগ্রন্থ আল-কোরআনের অবমাননাকারীকে জাতিসংঘের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর না হলে সারাবিশ্বে গণ-আন্দোলন গড়ে তুলে সুইডেনের নাম বিশ্ব মানচিত্র থেকে তুলে দেয়া হবে। আল-কোরআনের অবমাননা বিশ্ব মুসলিম সইবেনা। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।