মাধবপুরে রাস্তার কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৮:১৭:৩২ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে টেকসই বন ও জীবিকা প্রকল্প উদ্বোগে রাস্তার কাজের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সুরমা চা বাগান রসূলপুর গ্রামের এ সভা অনুষ্ঠিত হয়। সাতছড়ি সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো আবুল কালাম আজাদের সভাপত্বিতের প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তার মোঃ জাহাঙ্গীর আলম । বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ কর্মকর্তার মোঃ আব্দুল্লাহ আল-আমিন, বিট অফিসার মোঃ মামুন অর রশিদ , বিট অফিসার মোঃ হাবিবুল্লা । সুফল প্রকল্পের জনগোষ্ঠীর উন্নয়ন তহবিল আওতায় রসূলপুর গ্রামে ৪ লক্ষ টাকা ব্যয়ে অবহেলিত জনগোষ্ঠীর চলাচল জন্য রাস্তাটি ইট সলিং করা হচ্ছে।