জগন্নাথপুরে নিশিতা ফুডস গুডলাক পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৮:২১:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিশিতা ফুডস গুডলাক মসলা অফার এর পুরস্কার বিতরণ করা হয়েছে। নিশিতা ফুডস এর জগন্নাথপুর পরিবেশ মেসার্স বাউধরণ স্টোর থেকে মসলা কিনে এলইডি টিভি বিজয়ী হন শান্তিগঞ্জ উপজেলার সলব গ্রামের আবদুল গাফফার এর ছেলে মুহিবুল ইসলাম।
৮ জুলাই শনিবার বিজয়ী মুহিবুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন নিশিতা ফুডসের টিএসও সঞ্জিত রায় ও শেখ ডালিম আলী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন। এছাড়া নিশিতা ফুডস জগন্নাথপুর পরিবেশ মেসার্স বাউধরণ স্টোরের মালিক বাবুল মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।