জৈন্তাপুরে বাস অটোরিক্সা সংঘর্ষে নিহত ৫ জনের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৮:২৭:৩৯ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট- তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ( সিলেট মেট্রো জ ১৪-১৮৬৯৫ ) ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহতদের জানাযার নামাজ ৮ জুলাই দরবস্ত শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ মহল্লার গোরস্থানে একে একে ৫ জনকে দাফন সম্পন্ন করেন মুসল্লিগণ।
গত শুক্রবার রাত ১০ টার সিলেট থেকে জাফলং’র উদ্যেশে ছেড়ে আসা মিনি বাস সিলেট- তামাবিল মহাসড়কের শ্রীখেল নামক স্থনে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিক্সার যাত্রী ৫ জন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের এলাকার লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে ছুটেন। আহতদের সবাই বাস যাত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন।
তামাবিল হাইওয়ে রোড থেকে টমটম, অটোরিকসা ও ইজিবাইক অপসারণের দাবি জানান সচেতন মহল। তারা বলেন, এসব গাড়ীর ড্রাইভারগুলো কিছুই বুঝেনা, এরা শুধু জানে স্টিয়ারিং ঘুরাতে। বাহনগুলো বন্ধের জন্য বিআরটিএ, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দিয়েছে বহু আগে সরকারের উচ্চ পর্যায় থেকে।
নিহতদের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী খসরু সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক নেতৃবৃন্দ।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি, স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধারের চেষ্টা করি, পরে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।