সুনামগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৯:৩৯:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ২৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
শনিবার (৮ জুলাই) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার রাজাপুর এলাকার ক্লেস সাংমার ছেলে মো. মনির হোসেন ওরফে মর্নিং (৪৬)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার আফসান-আন-আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িতের বিষয়টি স্বীকার করেছে এবং তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।