কাউন্সিলর হাদিকে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ৬:৪৭:৩৭ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড হবে একটি মডেল ও নান্দনিক ওয়ার্ড। এই ওয়ার্ডে মানুষের ভালোবাসা অর্জন করে আমি নির্বাচিত হয়েছি। তাই আপনাদের সহযোগিতায় ও সমর্থনে আমি আবারো এ ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেয়েছি।
তিনি রোববার দুপুর ১২টায় কাউন্সিলর কার্যালয়ে ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলুর পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি সামসুল ইসলাম, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছির আলী, কোষাধ্যক্ষ জাহেদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল আলম, কার্যনির্বাহী সদস্য মো. আমিনুর রহমান, সদস্য ওমর সানি প্রমুখ। বিজ্ঞপ্তি