প্রচার-প্রচারণায় জমে উঠেছে বিশ্বনাথের ৫ ইউপি নির্বাচন
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ৮:১৬:১৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: ১৭ জুলাই বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউপির অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা কোমর বেঁধে নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন। তারা ভোটারদের কাছে গিয়ে ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।
সরজমিনে দেখা গেছে, বিশ্বনাথ সদর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দলবেঁধে প্রচার প্রচারণায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। তারা অটোরিকশা, টমটম ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এদিকে, নারী প্রার্থীদের সাথে মাঠে নেমেছেন স্বামী সন্তানরাও। তেমনি পুরুষ প্রার্থীদের সাথেও স্ত্রী সন্তানরা বসে নেই। সবার আশা ভোট যুদ্ধে জিততেই হবে। তবে সাধারণ ভোটাররা ভোট দেয়ার ব্যাপারে কোনও প্রার্থীকেই নিরাশ করছেন না। প্রার্থীরা ব্যবসায়ী ভোটারদের দোকানে গিয়েও ভোট প্রার্থনা করছেন। শুধু তাই নয় মাঠে কর্মরত শ্রমিকদের কাছেও যাচ্ছেন ভোটের আশায়। দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি। সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।
পাবেল আহমদ নামক এক ভোটার জানান, ভোট আসলে প্রার্থীদের আনাগোনার কমতি থাকে না। ভোট শেষ হলেই তাদের দেখা পাওয়া যায় না। প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে, সে মোতাবেক কাজ করে না। তারা নির্বাচনের পর সব ভুলে যান। এজন্য এবার দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের বর্তমান সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুল জলিল হিরন মিয়া (নৌকা প্রতীক) বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো। ইউনিয়ন আওয়ামী লীগকে সংগঠিত করাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মোঃ দয়াল উদ্দীন তালুকদার (আনারস প্রতীক) বলেন, জনগণের ইচ্ছাতেই আমি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আশা করি জনগণ নির্বাচনে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ আতিকুর রহমান (ঘোড়া প্রতীক) বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নে নিজে নিয়োজিত রেখেছি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৪৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৮৪ জন প্রার্থী প্রতিক বরাদ্দ পেয়েছেন।
এর মধ্যে অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল নৌকা, স্বতন্ত্র প্রার্থী পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল চশমা, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ আতিকুর রহমান ঘোড়া, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. কামাল আহমদ আনারস ও সংগঠক চেরাগ আলী মোটর সাইকেল প্রতিক পেয়েছেন।
রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী নৌকা, স্বতন্ত্র প্রার্থী পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আজিজুর রহমান (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া, পরিষদের ২ নাম্বার ওয়ার্ডের টানা পাঁচবার নির্বাচিত সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ইমাম উদ্দিন আনারস ও বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ চশমা প্রতিক পেয়েছেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের বর্তমান সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ওয়াহাব আলী নৌকা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আরব খান চশমা প্রতিক পেয়েছেন।
দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম জুয়েল নৌকা, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান দেওয়াল ঘড়ি, স্বতন্ত্র প্রার্থী পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল আহমদ মতসীন (আওয়ামী লীগ বিদ্রোহী) আনারস ও তার স্ত্রী মোছা. মমতাজ বেগম রজনীগন্ধা, পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খায়রুল আমিন আজাদ অটোরিকশা, বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর হোসাইন মোহাম্মদ আক্তার ফারুক চশমা, সাংবাদিক ও বিএনপি নেতা এমআর টুনু তালুকদার ঘোড়া, সংগঠক আলতাব আলী মোটর সাইকেল প্রতিক পেয়েছেন।
আসন্ন নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করার লক্ষ্য প্রশাসন সক্রিয় রয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনময় সভা করেছে স্থানীয় প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। সভায় সকলের সমন্বয়ে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করেন বক্তারা।