সুনামগঞ্জে র্যাবের হাতে মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ৯:১০:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। শনিবার মো. মনির হোসেন ওরফে মর্নিং (৪৬) নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপুর এলাকার মৃত ক্লেস সাংমা-এর ছেলে।সোমবার র্যাব-৯ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩৪ বোতল বিদেশি মদসহ মর্নিংকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়।