নবীগঞ্জে মশক নিধন কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৩, ৬:১৭:৫৭ অপরাহ্ন
নবীগঞ্জ পৌরসভা কর্তৃক মঙ্গলবার সকাল ১০ টায় মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আব্দুস সোবহান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, উপ সহকারী প্রকৌশলী অরুণ চন্দ্র দাশ, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, মো আব্দুল মালিক প্রমুখ। বিজ্ঞপ্তি