সংসদীয় এলাকার উন্নয়নে চেষ্টা করে যাচ্ছি : মোকাব্বির খান এমপি
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৩, ৯:১৯:৪৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, জনগণের সেবক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করা চেষ্টা করে যাচ্ছি। কে কোন দলের সেটা মুখ্য বিষয় নয়। জনগণের প্রতিনিধি হিসেবে আমি সবার। তিনি বলেন, সব সময় সৎ ও আন্তরিকভাবে সংসদীয় এলাকার উন্নয়ন করে যাচ্ছি। বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত আছে, থাকবে। এমপি মোকাব্বির খান বলেন, বিশ্বনাথেরগাঁও গ্রামের যে রাস্তার কথা বলা হয়েছে রামপাশা রোড থেকে গ্রামের ভেতর দিয়ে হাবড়া বাজার রোড পর্যন্ত প্রায় সাড়ে ৭ শত মিটার রাস্তা দ্রুত সময়ের মধ্যে পাকাকরণের কাজ সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। তিনি সোমবার বিশ্বনাথেরগাঁও গ্রামবাসি আয়োজিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের বাড়ীতে সোমবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত সভায় গ্রামের মুরব্বী সাংবাদিক আব্দুল আহাদের সভাপতিত্বে ও পুষ্প সৌরভ সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুন্নার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সমাজসেবক ইছাক আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, রাশেদ আহমেদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রভাষক (অর্থনীতি) মোঃ শহীদুল ইসলাম, বিশ্বনাথের গাঁও গ্রামের মুরব্বী আব্দুল হাসিম, আওলাদ আলী, আব্দুল মনাফ, সাবেক মেম্বার ইছাক আলী, মজম্মিল আলী, গৌছ আলী, গিয়াস উদ্দিন, আব্দুর রহিম, পুষ্প সৌরভ সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের উপদেষ্টা আব্দুল হাই আবুল, আব্দুল লতিফ, লায়েক আহমদ, সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, মখন মিয়া, সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, সহসাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সিলেট ২ আসনের সংসদ সদস্যের পিএস আদনান আহমদ, এপিএস অসিত রঞ্জন দেব প্রমুখসহ গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তানভীর আহমদ।