ছাতকে টমটমের রাজত্ব
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৬:৪৩:৫৮ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে বাড়ছে ব্যাটারিচালিত টমটমের দৌরাত্ম্য। পৌরসভাসহ ১৩ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই হাজারেরও বেশি ব্যাটারিচালিত টমটম যত্রতত্র পার্কিং, উল্টোপথে চলা এবং বেপরোয়া গতিতে চলার কারণে পথচারিরাও পড়ছেন বেকায়দায়। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এসব টমটমের অধিকাংশ চালকের আসনে কিশোররা। একেবারে কম বয়সী ও অনভিজ্ঞ চালকের কারণে দুর্ভোগ ও যানজটের সৃষ্টি হলেও তা নিয়ন্ত্রণে নেই কোনো উদ্যোগ।
সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার ছাতক বাজার, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়াবাজার, চরমহল্লাবাজার, নোয়ারাইবাজারসহ প্রতিটি বাজারে পাঁচ শতাধিক টমটম পার্কিং করে সড়ক দখল করে রেখেছে। এসব টমটমের ড্রাইভার অনভিজ্ঞ ও অল্প বয়সী কিশোর। ছাতক বাজার উপজেলার বৃহৎ একটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র। এছাড়া এ বাজার দিয়ে বিভিন্ন সিমেন্ট এবং পেপার মিলস্ কোম্পানির যানবাহন ছাড়াও এ বাজারে নিত্যপ্রয়োজনীয় বহনকারী যানবাহন চলাচল করে। কিন্তু বাজারটিতে ব্যাটারিচালিত টমটমের কারণে যানজট লেগেই থাকে। এছাড়া বাজারের ভিতরের সড়কে টমটমের দাপটে সড়কজুড়ে যানজটে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। মোটরবাইক চালক কামরুজ্জামান হেলাল বলেন, সড়কে বের হলে মনে হয় সড়ক পুরোটা ব্যাটারিচালিত টমটমের দখলে রয়েছে। দুই-তিনটি টমটম একসঙ্গে সমান্তরালে চলতে শুরু করে অন্য কোনো গাড়িকে সাইড না দেয়ার ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। একেবারে অদক্ষ, আনাড়ি চালকের কারণে দুর্ঘটনা বেড়েই চলছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক জানান, দুর্ঘটনার কোনো লিখিত অভিযোগ আমার কাছে আসেনি তবে এগুলোর (টমটম গাড়ি) জন্য ভাড়ী যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়।
ছাতক উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন জানান, এ গাড়িগুলোর কারণে আমাদের গাড়ি নিয়েও চলাচলে অনেক সমস্যা হয়। গতমাসের আইন-শৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। আগামি মাসে আইন-শৃঙ্খলা মিটিংয়ে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো।
ছাতক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা খাঁন মোহাম্মদ মাইনুল জাকির বলেন, এ ধরণের কোনো লিখিত অভিযোগ পেলে আমি আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করব।