বিমানবন্দরে এড. নাসির সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৮:০৯:৫৯ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সপরিবারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সংক্ষিপ্ত সফর শেষে বুধবার দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এ উপলক্ষে বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন আর কিছু ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করার জন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সতর্ক রয়েছেন। যেকোনো অপশক্তিকে মোকাবেলার সক্ষমতা সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের রয়েছে।
সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতোজ জোহরা রওশন জেবিন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুদীপ দে, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আফতাব আলী কালা, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, আব্দুল হামিদ, খছরুল হক, সুবাস দাস, তামান্না নাজমুল হেনা, সুষমা সুলতানা রুহি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি এড. সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি