ইউএসএইড প্রতিনিধিদলের সাথে চেম্বারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৯:১৪:১৪ অপরাহ্ন
চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ইউএসএইড এর প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।
সভায় ইউএসএইড এর ইকোনমিক গ্রোথ অফিস এর ডেপুটি ডাইরেক্টর জোসেফ লেজার্ড বলেন, ইউনাইটেড স্টেট্স এজেন্সী ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) বাংলাদেশে আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, ফুড সিকিউরিটি, জনপুষ্টি, দারিদ্র বিমোচন কৃষি নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার অর্ধশতাব্দী যাবৎ বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে। সম্প্রতি ইউএসএইড যুক্তরাষ্ট্রের গেøাবাল ফুড সিকিউরিটি স্ট্রাটেজি (জিএফএসএস) এর আওতায় বাংলাদেশে একটি ৫ বছর মেয়াদী প্ল্যান গ্রহণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ অনেক সম্ভাবনাময় দেশ।
স্বাগত বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করার জন্য ইউএসএইড ও যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এখানে প্রচুর খাদ্য-শস্য ও ফলমূল উৎপাদিত হয় ও বিদেশে রপ্তানী হয়। সেদিক বিবেচনায় জিএফএসএস এর আওতায় বাংলাদেশে ফুড সিকিউরিটি সেক্টরে ৫ বছর মেয়াদী প্ল্যান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, সিলেটে বিশ্বমানের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর অভাব রয়েছে। এখানে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান সমূহে প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী পাওয়া যায় না। তাই তিনি সিলেটে বিশ্বমানের টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট ও ল্যাংগুয়েজ একাডেমি গড়ে তোলার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রতিনিধিদলের সদস্য জেকব মরিন, অনিরুদ্ধ রায়, ফরহাদ হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, শফিকুর রহমান, আখতার আহমেদ পিএইচডি, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট এর রিসার্চ এনালিস্ট মীর রায়হানুল ইসলাম, রাইসা শ্যামা, সিলেট চেম্বারের পরিচালক আলীমুল এহছান চৌধুরী, দেবাংশু দাস, ইউকেবেট এর মোঃ আসাদুজ্জামান সায়েম, জিয়া ইসলাম, জালালাবাদ ভেজিটেবল এক্সপোর্টার্স গ্রæপের সভাপতি মোস্তাফিজুর রহমান, সিলেট চেম্বারের সদস্য মোঃ আবুল কালাম, আব্দুল বাছিত সেলিম, মোঃ জহির হোসেন, আরিফ হোসেন, নাজমুল ইসলাম, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি