সুনামগঞ্জে বাড়ছে পানি
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৬:৪৬:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলায় হাওর ও নদীতে বাড়ছে পানি। নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বন্যার আশংকায় মানুষ শংকিত। উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জ হাওরাঞ্চলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
পাউবো সুত্রে জানা যায়, সুনামগঞ্জ ষোলঘরে সুরমা নদীর পানি বিপদসীমার ১০ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ছাতকে বিপদসীমার ৯৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে বিশ্বম্ভরপুরের সাথে তাহিরপুরের এবং জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও শাল্লা উপজেলার নিম্নাঞ্চলে এখন পানি বাড়তে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মামুন হাওলাদার জানান, পাহাড়ি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে হাওর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।